নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন আগেই লেগেছিল, সেই আগুনই যেন রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে বাঙ্গালীর লক্ষ্মী লাভের ঠেলায়। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী লাভের আশায় বাড়িতে বাড়িতে তোড়জোড়। ফল, দশকর্মা, খিচুড়ি ভোগের মুদিখানা, সব্জি বাজার সব দোকানেই ভিড়ে ঠাসা। আর এই ভিড়ের চাপেই ঝোপ বুঝে কোপ চালাচ্ছেন ব্যবসায়ীরা। রাতারাতি জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। ফলে বাজারের থলে নিয়ে বেরিয়েই তো মাথায় হাত কত্তাদের। উপায় নেই, জিনিসপত্র না নিয়ে বাড়ি ঢুকলে গিন্নি যে রক্ষে রাখবেন না। এযেন জলে কুমীর ডাঙায় বাঘ বাড়ির কত্তাদের। তাই নিরূপায় হয়েই চড়া দামে পুজোর সামগ্রী কিনেই ঘরে ফিরতে হচ্ছে সকলকে। আবার অনেকেই বাজারে গিয়ে জিনিসের আগুনে আঁচ দেখে বাজটে কাটাছেড়া করেই বাজার করছেন। মা লক্ষ্মীর আরাধনা বলে কথা, মাঝপথে ছেড়ে দিলে হয়।