সংবাদদাতা, বাঁকুড়াঃ- একটি নির্দিষ্ট গোষ্ঠীর মহিলাদের দিয়ে স্কুলের মিড ডে মিল রান্না করানো হচ্ছে, এই অভিযোগ তুলে মিড ডে মিলের রান্না ঘরে তালা ঝোলালো অন্যান্য গোষ্ঠীর মহিলারা এবং স্কুল চত্বরে বেশ কিছু সময় বিক্ষোভও দেখান তারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ২ নম্বর ব্লকের কালজুড়ি গ্রামের কালজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের। বিক্ষোভকারী মহিলা গোষ্ঠীর সদস্যদের দাবি কালজুড়ি গ্রামে মোট চব্বিশটি মহিলা গোষ্ঠী রয়েছেন, কিন্তু তার পরেও একটি নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়ে দিনের পর দিন রান্না করানো হচ্ছে এবং অন্যান্য গোষ্ঠীদেরকে রান্নার কাজে লাগানো হচ্ছে না। এই অভিযোগ তুলে আজ তারা স্কুল চত্বরে বেশ কিছু সময় বিক্ষোভ দেখান এবং মিড ডে মিলের রান্নার ঘরে তালা ঝুলিয়ে দেন ফলে বেশ কিছু সময় ঘরের ভিতরে আটকে থাকে যারা রান্না করছিলেন। তাদের দাবি তারা বারবার এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু তার পরেও কোন লাভ হয়নি। এই মুহূর্তে তাদের একটাই দাবি প্রতিটি গোষ্ঠীকেই সমানভাবে রান্নার কাজের সুযোগ দিতে হবে এবং এ বিষয়ে তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। সরস্বতী দত্ত নামে এক বিক্ষোভকারী মহিলা গোষ্ঠীর সদস্য বলেন, আমরা স্বনির্ভর দল করি, আমরা স্কুলে রান্না করতে চাই। তার জন্যই আমরা এসেছি। পাঁচ বছর ধরে আসছি কিন্তু কোন সুযোগ সুবিধা পাচ্ছিনা। মাস্টারদের কাছ থেকে এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। এমনকি বিডিওর কাছে গেলে তিনি কোন উদ্যোগ নিচ্ছেন না। এছাড়াও তিনি বলেন আজকে তালা দিয়ে দিলাম আজ থেকে রান্না বন্ধ থাকছে । বিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা তালা খুলবো না।