সংবাদদাতা, বর্ধমানঃ- গ্যাস সিলিন্ডার আমাদের সকলেরই খুবই প্রয়োজনীয়। যা রান্নার জন্য ব্যবহৃত হয়। কিন্তু গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বেরোনোর বদলে যদি জল বেরোয় তাহলে সেটি বড়ই আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ এমনই অবাক করা ঘটনা ঘটেছে, বর্ধমানের খন্ডঘোষ এর দুবরাজহাট গ্রামের এক গ্রাহকের বাড়ির গ্যাস সিলিন্ডারে। ওই গ্রামের বাসিন্দাটি যখন বাড়িতে রান্নার জন্য গ্যাসের সিলিন্ডারটি লাগাতে যায় তখন দেখা যায়, সিলিন্ডার থেকে গ্যাসের বদলে কাঁচা জল বেরোচ্ছে। ইতিমধ্যেই ওই বাসিন্দা পুলিশ কে গ্যাস ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।