eaibanglai
Homeউত্তর বাংলাশ্রীমা এক ভক্তকে জগদ্ধাত্রী রূপ দেখান!কেমন ছিল সেই রূপ? শুনুন সেই অলৌকিক...

শ্রীমা এক ভক্তকে জগদ্ধাত্রী রূপ দেখান!কেমন ছিল সেই রূপ? শুনুন সেই অলৌকিক সত্য ঘটনা

সঙ্গীতা চৌধুরীঃ- জগজ্জননী শ্রী শ্রী সারদা মায়ের মধ্যে ফুটে উঠেছিল দেবী জগদ্ধাত্রীর রূপ। সেই ঘটনায় আজকে বলব। শ্রীমা তার অনুগত মহিলা ভক্ত বাসনাবালা নন্দীকে সেই রূপ দেখিয়েছিলেন। পরে তিনি নিজের মুখেই শুনিয়েছিলেন তাঁর ঐশ্বর্যময় সেই রূপের কাহিনী।

বাসনাবালা নন্দী একবার রাতে মায়ের পায়ে তেল মালিশ করতে করতে অভূতপূর্ব দৃশ্য দেখে ফেলেন। বাসনাবালা নন্দী এই প্রসঙ্গে বলেন,“সেদিন মায়ের পায়ে তেল মালিশ করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি, চারদিক আলোয় আলো। এত আলো আমার জীবনে আর কোনদিন দেখিনি। যেন আলোয় ভাসছে সারা ঘর। সে-আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী। কিন্তু মাকে কোথাও দেখলাম না। আমি ভয় পেয়ে ‘মা, মা’ বলে দরজার খিল খুলে বাইরে এলাম। কোথাও মাকে দেখতে পেলাম না। আবার ঘরের মধ্যে ফিরে এলাম। দেখলাম, মা যেমন শুয়েছিলেন, তেমনি শুয়ে আছেন, ঘুমোচ্ছেন। ঘরের মধ্যে সে আলো আর নেই। এককোনে টিমটিম করে হ্যারিকেন জ্বলছে। মাকে ডাকলাম, মা উঠে বললেন,‘ তুই দেখছিস তো?’ আমি যা দেখেছি, সব বললাম। মা মিষ্টি হেসে বললেন, যা দেখেছিস সব সত্যি। আমিই জগদ্ধাত্রী, আমিই দুর্গা,আমিই লক্ষ্মী, আমিই সরস্বতী, আমিই কালী। সে রাতেই মা আমাকে তাঁর জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন। ভয়ঙ্করী নয় বড় স্নিগ্ধ, বড় সুন্দর সে-রূপ। সে কী রূপ! সে কী ঐশ্বর্য! চোখ তা ধরে রাখতে পারেনি। কিন্তু চোখ বুজলে আজও মনে ভেসে উঠে সেই রূপ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments