সঙ্গীতা চৌধুরীঃ– গতকালই পালিত হয়েছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উৎসব। আজকের দিনে শুনুন এক ভক্তকে তাঁর কৃপা করার কাহিনী।
বরিশালের এক ভক্ত ছেলের খুব অসুখ করে, মা তখন শুধুমাত্র চিঠির মাধ্যমে সেই ভক্ত ছেলেটিকে কৃপা করেছিলেন। ডাক্তাররা যখন ছেলেটির বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছেন,তখন ছেলেটির খুব ইচ্ছে হয়, শেষ বারের মত অন্তত একটিবার মাকে সে দেখবে। তার মনের মধ্যে বদ্ধমূল ধারণা হল মাকে একটিবার অন্তত দেখতে পেলেই সব রোগ সেরে যাবে। কিন্তু মাকে কীভাবে দেখতে পাবে? নিজে কি করে যাবে? মায়ের কাছে। বিছানা থেকে উঠবার ক্ষমতা নেই, তাই অনেক আবদারের সঙ্গে চিঠি লিখল মায়ের কাছে। মা যদি তাকে দয়া করে দেখা দেন। সেই চিঠি পরে মার মনে খুব কষ্ট হল। মা তখন তার একটি ফটো পাঠিয়ে দিলেন আর সঙ্গে চিঠি দিয়ে অভয়বাণী দিলেন,বললেন, ভয় নেই বাবা, সব রোগ সেরে যাবে। আমার যে ফটোটি পাঠালাম সেটাই দেখো।
সেই চিঠি আর ফটো পেয়ে বরিশালের ছেলের কি আনন্দ। ছবির ভিতর দিয়েই সে দেখতে পেল জীবন্ত মাকে আর সমস্ত রোগ সেরে গেল তার, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো সে। মা যাকে কৃপা করে তার জীবন এভাবেই অলৌকিকতায় ভরে ওঠে। তাই তো মা বলেছিলেন যার কেউ নেই তার আমি আছি। শুধু একবার মা বলে ডাকো। জয় মা।