eaibanglai
Homeউত্তর বাংলাসারম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদার ১৭২তম জন্মতিথি উৎসব

সারম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদার ১৭২তম জন্মতিথি উৎসব

নিজস্ব সংবাদদাতাঃ– আজ মায়ের জন্মস্থান জয়রামবাটি, বেলুর মঠ, মায়ের বাড়ি সহ দেশ জুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের ১৭২তম জন্মতিথি। অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। প্রতিবছর এই দিনটিতে সারম্বরে মায়ের জন্ম উৎসব পালিত হয়। আজ বেলুড় মঠ থেকে মায়ের বাড়ি, জয়রামবাটি থেকে কামারপুকুর। ছবিটা সর্বত্র এক। ভোর থেকে বিশেষ পুজো অর্চনার মধ্যে দিয়ে শুরু হয়েছে মায়ের জন্মতিথি উৎসব।

এদিন সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। এদিন রীতি মেনে ভোর ৪:৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়ের জন্মতিথি উৎসবের সূচনা হয়। শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে মাতৃমন্দিরে ভোর থেকেই চলছে বিশেষ পূজা হোম ইত্যাদি। ভোরে মাতৃমন্দির থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রা সহকারে প্রভাতফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে। পাশাপাশি আজ সারাদিন ধরে চলবে স্তবগান, ভজন, মাতৃসঙ্গীত, কীর্তন, সহ নানা ধরনের অনুষ্ঠান। করা হবে প্রসাদ বিতরণ। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা। এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা মায়ের জন্মতিথি উৎসবে যোগ দিয়েছেন।

ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান। মায়ের শেষ উপদেশ ছিল “কারও দোষ দেখো না মা। কেউ পর নয়।” আর একটি কথা মা সারদা সকলের উদ্দেশ্যে বলে গেছেন, “যখন তোমরা কোনও সমস্যায় পড়বে,কোনও মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন।” সেই আর্শীবাণী আজও ভক্তদের অন্তরে বেজে চলেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments