eaibanglai
Homeএই বাংলায়জগন্নাথ ধাম পুরী দর্শণে গিয়ে শ্রী শ্রী মা সারদার অলৌকিক লীলা

জগন্নাথ ধাম পুরী দর্শণে গিয়ে শ্রী শ্রী মা সারদার অলৌকিক লীলা

সঙ্গীতা চৌধুরীঃ– আজ শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি। আজকের দিনে শুনুন মায়ের পুরী ভ্রমণের অলৌকিক কাহিনী।

জগন্নাথ ধাম পুরীতে শ্রীমা গিয়েছেন জগন্নাথ দর্শণ করতে। তীর্থে এসে সকলে যেখানে জগন্নাথ দর্শন করছেন সেখানে শ্রী মা কিন্তু চোখ বুজে রইলেন। সামনে তার জগন্নাথ অথচ তিনি চোখ বন্ধ করে রয়েছেন। যোগেন মা অবাক হয়ে শ্রী মাকে বলেই ফেললেন, একি! তোমার সামনে জগন্নাথ, তুমি চোখ বুজে আছো কেন?

সারদা মা তখন তার আঁচলের তলা থেকে বার করলেন ঠাকুরের এক ফটো। সেটি জগন্নাথের দিকে মুখ করে রাখলেন ও মুখে বললেন, উনি আগে দেখুন। ওনার এখানে আসার সুযোগ হয় নি। উনি না দেখলে আমার দেখার তৃপ্তি নেই। ঠাকুরের ছবিকে, মা আগে জগন্নাথ দর্শন করিয়ে তারপর নিজে দর্শন করলেন। মা যখন জগন্নাথ দর্শন করলেন তখন তার সারা গায়ে রোমাঞ্চ হল। মা যেন সাক্ষাৎ জগন্নাথকে দেখতে পেলেন নিজের সম্মুখে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments