সংবাদদাতা,মধ্যমগ্রামঃ– সবে শেষ হয়েছে বসন্তের দোল উৎসব। যদিও ঋতুরাজ বসন্তকে ঘিরে উদযাপন শেষ হয়নি বাঙালির। এবার সেই বসন্ত উৎসবে মেতে উঠেছে উত্তর ২৪পরগনার মধ্যমগ্রামের বাসিন্দারা। বুধবার থেকে এমএএসএস (মধ্যমগ্রাম অ্যাসোসিয়েশন ফর সোস্যাল সার্ভিস) এর উদ্যোগে মধ্যমগ্রামের জনকল্যাণ ময়দানে শুরু হয়েছে বসন্ত উৎসব ও বাসন্তী মেলা। মেলা চলবে আগামী ৩০ শে মার্চ পর্যন্ত। সময় বেলা ১২ টা থেকে রাত ৯.৩০টা।
মেলা জুড়ে বিভিন্ন স্টল তো রয়েইছে। তবে এই মেলা তথা উৎসবের মূল আকর্ষণ প্রত্যেকদিন সন্ধ্যায় আয়োজিত বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রণব কন্যা আশ্রমের শিশুদের নিয়ে নৃত্য ও সঙ্গীত পরিবেশন ও শিল্পীর আঙিনা গ্রুপের সঙ্গীত পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।





