নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- গোটা বিশ্ব সহ আমদের এই রাজ্যেও করোনা ভাইরাস আতঙ্কের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস আতঙ্কের জন্য অনেকগুলি সতর্ক বার্তা দেওয়া হয়েছে সাধারন মানুষের জন্য। করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। এমনকি আগামী রবিবার সাধারন মানুষকে বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্যও মানা করা হয়েছে। করোনা আতঙ্কে সাধারন মানুষ এবার ভগবানের সম্মুখীন হয়েছে। করোনা ভাইরাসের মুক্তি চেয়ে এবার এক মহাযজ্ঞের আয়োজন করা হল দুর্গাপুরের অগ্রনী ক্লাবের উদ্যোগে। শনিবার এই যজ্ঞের আয়োজনে প্রচুর পূর্ণাথীদের সমাগম হয়েছিল। কোকওভেন থানার বীরভানপুর অগ্রনী ক্লাবের সভাপতি উমাপদ দাস বলেন, যে ভাবে সারা বিশ্বে করোনা ভাইরাস একের প এক মানুষের প্রান নিচ্ছে সেই জন্যই আজ এই মহাযজ্ঞের আয়োজন। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে পূর্ণাথীদের একটাই কথা এবার প্রকোপ কমুক করোনা ভাইরাসের। বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করুক। এই জন্যই এত বড় যজ্ঞের আয়জোন।