সংবাদদাতা, বাঁকুড়াঃ- আগামী ১০ ই ফেব্রুয়ারী জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ১১ তারিখ সভা করবেন সতীঘাটে। আর সে কারনেই মুখ্যমন্ত্রীর সেই সভাস্থল ঘুরে দেখলেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত ও প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনো ফাঁক-ফোকর না থাকে এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে জোরদার করতেই এই পদক্ষেপ প্রশাসনিক আধিকারিকদের। বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, ইতিমধ্যে আমরা দলীয় সূত্রে খবর পেয়েছি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ১০, ১১, ১২ তারিখ জেলায় অবস্থান করবে এবং ১১ তারিখ বাঁকুড়া জেলার পঞ্চায়েত স্তর এবং ভূত কর্মীদের সাথে একটি কর্মীসভা করবেন। যেখানে ৫০ হাজার কর্মীর সমাগম হবে বলে আশাবাদী তিনি। এছাড়াও তিনি বলেন, আগামী দিনে আমাদের কর্মসূচি কি হবে সে ব্যাপারে আমাদের নির্দেশ দেবেন। তবে পৌরসভা নির্বাচনের সঙ্গে এইসভার কোন সম্পর্ক নেই বলে জানান পৌর প্রধান।