সংবাদদাতা,আসানসোলঃ– বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়ে জলে তলিয়ে গেল তিন ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাইথন জলাধারে। বধুবার বিকালে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে দুজনের দেহ উদ্ধার হয়। আরও একজনের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
ডুবে যাওয়া পড়ুয়ারা হল তাইয়াব, জায়েদ হোসেন এবং যুবরাজ সিং। সকলেরই বাড়ি ধানবাদ জেলার ওয়াসেপুরে। জানা গেছে বুধবার বিকেলে ৬জন পড়ুয়া বাড়িতে না জানিয়েই বন্ধুর জন্মদিন পালন করতে মাইথন বাঁধ সংলগ্ন বরাকর নদের ‘তিনডাবর’ পিকনিক স্পটে পৌঁছয়। এলাকাটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার আওতায় মাইথন থানার অন্তর্গত। স্থানীয়রা জানান ওই জায়গায় ২০ থেকে ৩০ ফুট গভীর জল থাকায় এলাকাটি বিপজ্জনক। ছাত্রেরা স্থানীয় না হওয়ায় তা জানত না। সে কারণে স্নান করতে নেমেছিল। আর তাতেই ঘটে যায় বিপত্তি ।
রাতে খবর যা প্রশাসনের কাছে। নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তল্লাশির পর বৃহস্পতিবার দুজনের দেহ উদ্ধার হয়। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে। মাইথন প্রশাসন এবং স্থানীয়রা মিলে উদ্ধারকার্য চালাচ্ছে।