eaibanglai
Homeএই বাংলায়মাজদিয়া ডাকাতে তলা সর্বজনীন কালী পুজোর রোমহর্ষক ইতিহাস

মাজদিয়া ডাকাতে তলা সর্বজনীন কালী পুজোর রোমহর্ষক ইতিহাস

সংবাদদাতা,নদীয়াঃ– নদীয়ার মাজদিয়ায় এক সময়ের ডাকাতদের কালী পুজো আজ সর্বজনীন পুজোর স্বীকৃতি পেয়েছে । প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে রয়েছে রোমহর্ষক ঐতিহাসিক ঘটনা।

১১৩ বছরের পুরনো এই কালী পুজো। পুজো শুরু হয়েছিল ১৯১০ সাল নাগাদ। ভারত তখন পরাধীন। বৃটিশ শাসনে অতিষ্ঠ সাধারণ মানুষ। খাদ্যের অভাব চলছে চারিদিকে। শিয়ালদহ থেকে ঢাকা মালবাহী ট্রেন মাজদিয়া হয়ে ঢাকা যেত । এলাকার বেশ কয়েকজন যুবক ঠিক করলেন মালবাহী ট্রেন লুঠ করে গরিবদেরকে বাঁচাতে হবে। সেইমতো এক দিন রাতে ওই মালবাহী ট্রেন থেকে প্রচুর চাল লুঠ করে স্থানীয় যুবক দল। এদিকে ডাকাতির ঘটনার পরই বৃটিশ পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে। ভয়ে ওই যুবকেরা লুঠ করা চাল এলাকার এক গভীর জঙ্গলে লুকিয়ে রাখে এবং মানত করে এই বিপদ কাটলে পরের অমাবস্যায় কালী মায়ের পুজো দেবেন। বৃটিশ পুলিশ থেকে বিপদ কাটলে ওই লুঠের জিনিস গরিবদের বিলিয়ে দেওয়া হয় । এবং সেই থেকে জঙ্গলে যে নিম গাছের তলায় লুঠের জিনিস লুকিয়ে রাখা হয়েছিল সেখানেই মা কালীর পুজো শুরু করেন স্বদেশী ডাকাত দল।

সেই থেকে পুরনো সেই নিম গাছের তলায় রোজ ধূপ প্রদীপ জ্বালায় গ্রামের মহিলা পুরুষরা । কালক্রমে স্থানীয় জমিদার জমি দিলে প্রথমে বাঁশের ছাপরাতে পুজো শুরু হয়। পরবর্তীতে গ্রামবাসী ও ভক্তদের দানে বড় মন্দির তৈরি হয়। কার্তিক অমাবস্যায় হয় বিশেষ পূজা। প্রতিমা থেকে পুজোর খরচ সবই মেটে ভক্তদের করা মানত থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments