সংবাদদাতা, বাঁকুড়াঃ- ২০১৯ সালের লোকসভা ভোটে জেলায় শাসক দলের ব্যাপক ভরাডুবির পর এই প্রথম বাঁকুড়া সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমর্থিত সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারী সন্ধ্যেয় তিনি বাঁকুড়া শহরে পৌঁছাবেন। ঐ দিন রাতে শহরের সার্কিট হাউসে থাকার পাশাপাশি জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন। পরদিন দুপুরে শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাট বাইপাস সংগন্ন মাঠে বুথ ভিত্তিক কর্মীসভা করার কথা রয়েছে। এবারের জেলা সফরের শেষ দিনে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের এই জেলা সফর ঘিরে প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের মধ্যে এখন সাজো সাজো রব। রবিবার গন্ধেশ্বরী নদী সংলগ্ন মাঠ পরিদর্শণে গিয়েছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত সহ জেলা শীর্ষ তৃণমূল নেতৃত্ব।গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে জেলার তিন পৌরসভাতেই পিছিয়ে রয়েছে শাসক তৃণমূল। ক্রমবর্ধমান বিজেপি এই মুহূর্তে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। পৌরভোট ঘোষণার আগেই রাজনৈতিক দিক থেকে কঠিন পরিস্থিতিতে রয়েছে ঘাসফুল শিবির। হারানো ভোট ব্যাঙ্ক ফিরে পেতে তৃণমূল নেত্রীর এই জেলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন জেলা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।