সংবাদদাতা, আসানসোলঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ১২ ফেব্রুয়ারি দুর্গাপুরে আসছেন। সেই সফরের জন্য ও তার প্রস্তুতিতে সোমবার সন্ধ্যায় দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের জেলা স্তরে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকে জেলা পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী, জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতারা ছিলেন। সেদিন প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুর্গাপুরের সৃজনী হলে জেলার প্রশাসনিক বৈঠক করবেন। পরে তিনি সাড়ে তিন কিলোমিটারের একটা পদযাত্রা করবেন। দুপুরে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে সেই পদযাত্রা শুরু হবে। এদিন সেই পদযাত্রার এলাকাটি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ও জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি পরিদর্শন করেন।