নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :- বেশ কয়েকদিন ধরেই ঘুম নেই দুর্গাপুরের রাতুলিয়া শিল্প তালুকের হেডকোয়ার্টার, তেতুলতলা কলোনির এলাকার বাসিন্দাদের। মাঝে মাঝেই কেঁপে উঠছে তাদের ঘরবাড়ি, জানালা দরজা। এই কম্পনের ফলে প্রায় ১০০ টিরও বেশী বাড়িতে ফাটল ধরেছে । এলাকাবাসীরা জানাচ্ছেন বেশ কিছুদিন ধরে মাঝে মাঝেই ঘরবাড়ি নড়ে উঠছে এবং ভূমিকম্পের মতন অবস্থা দেখা দিচ্ছে । এলাকাবাসীদের অনুমান কোনো কারখানায় এমন কোন যন্ত্র চালু হচ্ছে যে যন্ত্রের চালু করার সাথে সাথেই এই কম্পন অনুভব করা যাচ্ছে । এলাকার সমস্ত মানুষ তাই এখন ঘর ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভয়ে, কখন আবার সেই কম্পন অনুভূত হবে । কম্পনের মাত্রা এতটাই তীব্র যে তার ফলে ফেটে যাচ্ছে বাড়ীর ঘরের দেওয়াল, এমনকি দোতালা পাকা বাড়ি তো সিঁড়ির দেওয়ালেও ফাঁক দেখা দিয়েছে । দুর্গাপুর প্রশাসনের কাছে এলাকাবাসী তাদের অভিযোগ জানালেও, এখনও পর্যন্ত এই ভূতুরে কম্পনের কোনো সুরাহা হয়নি, তাই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী । স্থানীয় পুরমাতা আলো সাঁতরা সি এমই আর আই কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন এবং তাদের কাছ থেকে এই ভূতুরে কম্পনের উৎস জানতে সাহায্য চেয়েছেন ।