জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান-: ‘মমতা’ নামটাই তৃণমূল কর্মী তথা অধিকাংশ বাঙালির কাছে একটা আবেগ। তার জন্মদিনকে কেন্দ্র সেই আবেগের বহিঃপ্রকাশ দেখা গেল সমগ্র রজ্যজুড়ে। ব্যতিক্রম ঘটলনা মঙ্গলকোটের কৈচরে তৃণমূলের দলীয় কার্যালয়ে। স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, ব্লক তৃণমূল সভাপতি রামকেশব ভট্টাচার্য্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সান্ত্বনা গোস্বামী সহ অসংখ্য দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কেক কেটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১ তম জন্মদিন (জন্ম- ৫ ই জানুয়ারি ১৯৫৫) পালিত হলো দলীয় কার্যালয়ে। পাশাপাশি দলনেত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এদিন এলাকার প্রায় দেড় শতাধিক দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মঙ্গলকোট বিধানসভার জনদরদী বিধায়ক অপূর্ব চৌধুরী।
বিধায়ক বললেন, দলীয় কর্মীদের কাছে তো বটেই অধিকাংশ সাধারণ মানুষের হৃদয়ে ‘মমতা’ নামটি গেঁথে আছে। সবার আবেগের প্রতি সম্মান জানিয়ে আমরা দলনেত্রীর জন্মদিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করলাম। পাশাপাশি তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকেন। সেটি মাথায় রেখে আমরা দলের পক্ষ থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিলাম।