eaibanglai
Homeএই বাংলায়বেহাল রাস্তা, ক্ষোভ গ্রামবাসীদের, বর্ষার আগেই মেরামতের আশ্বাস

বেহাল রাস্তা, ক্ষোভ গ্রামবাসীদের, বর্ষার আগেই মেরামতের আশ্বাস

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান-: অবস্থানগত কারণে প্রশাসনিক দপ্তর থেকে দূরে অবস্থান এবং খারাপ যোগাযোগ ব্যবস্থার জন্য মঙ্গলকোটের গোতিষ্ঠা অঞ্চলের আওগ্রাম, চাঁদরা, মান্দারভিহি, রাধানগর প্রভৃতি গ্রামগুলির বাসিন্দারা অবহেলিত থেকে যায়।

মূল রাস্তা থেকে চাঁদরা গ্রামের ভিতর যাওয়ার জন্য প্রায় এক থেকে দেড় কিমি. রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সেটা চরম অবহেলায় পড়ে আছে। বৃষ্টি হলেই রাস্তা ধরে চলাচল করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। রূপক, রাজদীপদের মত প্রায় ৪০ জন ছেলমেয়ে যেমন পাশের গ্রামে স্কুল যেতে বা সুমনা, সুদীপাদের মত জনা দশেক ছেলেমেয়ে গুসকরা কলেজে যেতে সমস্যায় পড়ে যায়। একইভাবে গ্রামের প্রাথমিক বিদ্যালয় যেতে কচিকাচারা যেমন বিপদে পড়ে তেমনি বর্ষার সময় কেউ দেহত্যাগ করলে শ্মশান যাত্রীরা শ্মশানে যেতেও সমস্যায় পড়ে যায়। সম্প্রতি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করার চেষ্টা করে।

কলেজ ছাত্রী সুদীপা বললেন, বৃষ্টি হলে রাস্তা এতটাই ভয়ংকর রূপ ধারণ করে যে সাইকেলে চেপে বাসস্ট্যান্ডে যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াটাও কঠিন হয়ে পড়ে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ দ্রুত রাস্তাটি মেরামত করার জন্য যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়।

কথা হচ্ছিল গোতিষ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অভয় ঘটকের সঙ্গে। তিনি বললেন, রাস্তাটির পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। বিধায়কের পরামর্শে ইতিমধ্যে আমরা রাস্তাটি মেরামতের উদ্যোগ নিচ্ছি। আশাকরি বর্ষার আগেই এলাকার বেহাল রাস্তাগুলির প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পূর্ণ হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments