সংবাদদাতা, মানকরঃ– শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারত জুড়ে পালিত হয় মকর সংক্রান্তি পার্বন। উত্তর ভারতে লোহরি, দক্ষিণ ভারতের পোঙ্গল, উত্তর পূর্ব ভারতে কোথাও মকর সংক্রান্তি বা কোথাও বিহু নামে পালিত হয় এই উৎসব। আর এই উৎসবমুখর দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মসূত্রে আসা ভারতীয় রেলের ইরেকশান এবং ইলেকট্রিফিকেশন বিভাগের কর্মীদের নিয়ে পূর্ব বর্ধমানের মানকরে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এদিনের শিবিরে একজন মহিলা সহ মোট ৩৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। যাদের মধ্যে ১৯ জনই প্রথমবার রক্তদান করেন। এছাড়াও রক্ত দান করেন প্রজেক্ট ম্যানেজার চয়ন দাস, সেফটি অফিসার জাজতি শ্যামল, স্টোর ইনচার্জ সজল দাস সহ অনেক কর্তা ব্যক্তি।
শিবিরের সহযোগীতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও মানকর যোগা একাডেমী রক্তদাতা সংঘ। শিবির থেকে রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড সেন্টার। বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের পক্ষ থেকে ডাক্তার এ. চ্যাটার্জী উদ্যোক্তা সংগঠনের হাতে অর্গানাইজার শংসাপত্র তুলে দেন।
এদিন শিবিরে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং ব্লাড সেন্টারের ডাক্তার ও টেকনিশিয়ানদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান প্রজেক্ট ম্যানেজার চয়ন দাস। এছাড়াও শুভেচ্ছা জানান দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক ও মানকর যোগা একাডেমী রক্তদাতা সংঘের পক্ষে সম্পাদক অংকন দত্ত।