নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রথম প্রয়াণ বার্ষিকীতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিম বর্দ্ধমান জেলার বুদবুদ ব্লক কংগ্রেস কমিটি। মানকর হাটতলা মোড়ে ডঃ মনমোহন সিংয়ের আবক্ষ প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করা হলো। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ বার্ষিকীতে যার শুভ উন্মোচন করেন পশ্চিম বর্দ্ধমান জেলা কংগ্রেস সভাপতি শ্রী দেবেশ চক্রবর্তী। তাঁর সঙ্গ দেন পূর্ব বর্দ্ধমান জেলা কংগ্রেস সভাপতি ধূর্জটী বিজয় মাঝি। পরে ওই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাঁরা ও উপস্থিত কংগ্রেসের নেতা কর্মীরা। প্রয়াত নেতার স্মৃতিচারণায় ভারতবর্ষের অর্থনীতির উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতৃত্বরা।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রবীণ কংগ্রেস নেতা প্রভাত দাস সহ দুই বর্দ্ধমান জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব, কর্মী, সমর্থক ছাড়াও মানকর এলাকায় সর্বস্তরের সাধারণ মানুষ।

















