সংবাদদাতা, পাণ্ডবেস্বরঃ- পাণ্ডবেস্বরের দান্নোতে শুক্রবার রাতে গণ বিবাহের আয়োজন করা হয়। এই গণ বিবাহে বিভিন্ন জাতি ও ধর্মের মেল বন্ধনের একটা ছবি দেখতে পাওয়া যায়। এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের পর্যবেক্ষক কর্ণেল দীপ্তাংশু চৌধুরী। এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এখানে সাম্প্রদায়িক সম্প্রতির একটা উদাহরণ দেখা গেলো। যেখানে একই মঞ্চে হিন্দু, মুসলমান ও আদিবাসী সমাজের বিয়ে হলো। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আদিবাসীদের গণ বিবাহ হয়। তারই দেখানো পথে চলে এই পান্ডবেশ্বরে এই গণ বিবাহের আয়োজন প্রশংসনীয় কাজ। এদিন যাদের বিয়ে হলো, তাদের জীবনে যেন সুখ শান্তি থাকে, এটাই ভগবানের কাছে কামনা করি এমনটাই বলেন বিধায়ক।