eaibanglai
Homeএই বাংলায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সদ্যোজাতকে ফিরে পেলেন দম্পতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সদ্যোজাতকে ফিরে পেলেন দম্পতি

সংবাদদাতা,মেদিনীপুরঃ– সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় হাসপাতাল থেকে নবজাতককে ফিরে পেলেন মেদিনীপুরের এক দম্পতি। সাংসদের এই নিঃশব্দ সহায়তায় রীতিমতো অভিভূত সন্তান ফিরে পাওয়া ওই দম্পতি।

ঘটনা প্রসঙ্গে জানা যায় মেদিনীপুর শহরের বাসিন্দা সুমন মুখার্জীর স্ত্রী দ্বিতীয়বার সন্তান সম্ভবা হলে তার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। তাই স্ত্রীকে কলকাতার এক চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। সেই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর সন্তান প্রসবের জন্য একটি নির্দিষ্ট হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান। যেখানে প্যাকেজ ২ লক্ষ টাকা ছিল । সেই মতো ওই টাকা জোগাড় করে ওই নির্দিষ্ট হাসপাতালে স্ত্রীকে ভর্তি করান সুমনবাবু। তার স্ত্রী সন্তানের জন্মও দেন। কিন্তু সন্তান হওয়ার পর বিল বেড়ে তিনগুন হয়ে যায় ফলে সুমনবাবুর স্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও সদ্যোজাতকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। এরপরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাথে যোগাযোগ তার দ্বারস্থ হন সুমনবাবু এবং সাহায্য়ের আশ্বাস পান। শুধু আশ্বাসই নয় সাংসদের সাহায্য়ের দরুন দীর্ঘ ১০ দিন পর সন্তানকে কাছে ফিরে পান মুখার্জী দম্পতি।

এই সহায়তার জন্য সুমনবাবু ও তার স্ত্রী ডায়মন্ড হারবারের সাংসদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments