eaibanglai
Homeএই বাংলায়"দানা" র মোকাবিলায় প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

“দানা” র মোকাবিলায় প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

সংবাদদাতা,মেদিনীপুর:– ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস। হাওয়া অফিস রিপোর্ট এ জানা যায় দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবাত মঙ্গল বারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর আগে দানার ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সতর্কতা জারি করে একাধিক বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে একাধিক বিষয়ে সতর্ক করলেন সাধারণ মানুষকে। জেলাশাসক খোরশেদ আলী কাদরী বলেন ইতিমধ্যেই আমরা, পি ডব্লিউ ডি, পি এইচ ই, ইলেকট্রিক, রোড, হেলথ প্রশাসনিক বিভাগের আলাদা আলাদা টিম প্রস্তুত করেছি। পাশাপাশি জনসাস্থ্য কৃষি এবং খাবারেরও বিভিন্ন বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে রিলিফ ক্যাম্পেরও ব্যবস্থা রাখা রয়েছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন পুলিশের কন্ট্রোল রুম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স টিম প্রস্তুত রাখা রয়েছে। পাশাপাশি রুরাল কিচেনেরও ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘন্টা মনিটরিং ব্যবস্থা জেলা এবং ব্লক স্তরে করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments