সংবাদদাতা, দুর্গাপুর: – কোলকাতায় পরীক্ষা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বুদবুদের ছাত্র। দুঃশ্চিন্তায় ঘুম ছুটেছে পরিবারের। নিখোঁজ ছাত্রের নাম আকাশ শর্মা। বুদবুদের সিন্ডিকেটের বাসিন্দা। নেতাজী ওপেন ইন্সস্টিউটের উচ্চমাধ্যমিকের ছাত্র। বাড়ী থেকে পড়াশোনা করত। গত ৯ মে কোলকাতার পার্কস্ট্রিটে তার পরীক্ষা ছিল। পরিবার সুত্রে জানা গেছে, ওইদিন সকাল কোলকাতা যায়। সেখানে পরীক্ষা দেওয়ার পর পরিবারের সঙ্গে একাধিকবার কথা হয়। তারপর আর বাড়ী ফেরেনি। আচমকা তার মোবাইল সুইচ অব হয়ে যায়। তার বাবা অশোক শর্মা জানান,” ওইদিন সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট নাগাদ ফোন সুইচ অফ হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি। কোন খোঁজ পাইনি। তারপর দিন বুদবুদ থানায় নিখোঁজ ডাইরি করা হয়। এবং কোলকাতা বড়বাজার থানা, আলিপুর সিআইডি ভবন, হাওড়া জিআরপি সব জায়গা ওই কপি দেওয়া হয়। কিন্তু এখনও কোন খোঁজ খবর পাইনি। ওইদিন সন্ধ্যা ৭-৪৮ মিনিট নাগাদ ছেলের ফোন কোলকাতা মহাত্মাগান্ধী রোডে সিগনাল দেখিয়েছে।” আকাশের দিদি আকাঙ্খা শর্মা জানান,” আমরা ়খুব উদ্বিগ্ন। পুলিশের কাছে অনুরোধ সেখানের সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করে ভাইকে উদ্ধার করুক।” স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তিম সিং জানান,” ছেলেটি খুব শান্ত প্রকৃতির। পড়াশোনা ছাড়া বাড়ির বাইরে সেভাবে বেরোয় না। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি দেখুক।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।