সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– গত সেপ্টেম্বর মাসে আসানসোল পৌরনিগমের কুলটির মিঠানি গ্রামে বিদ্যুৎয়ের টাওয়ার বসানোর কাজ করতে গিয়ে এলাকাবাসীর প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সরকারি কর্মচারীদের। বুলডোজারের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন ওই জমির মালিক বলে দাবি করা করা কিছু মহিলা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমসিম খেতে হয়েছিল পুলিশকেও। গ্রামবাসীদের সাথে পুলিশ বাহিনীর খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল। শেষমেষ কাজ না করেই যন্ত্রপাতি নিয়ে ফিরতে হয়েছিল সরকারি আধিকারিক ও ঠিকাদার সংস্থার কর্মীদারে।
অবশেষে ওই ঘটনার প্রায় একমাস পর বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল ওই এলাকায় বিদ্যুৎয়ের টাওয়ার বসানোর কাজ। অপ্রিতীকর ঘটনা ও ঝামেলা এড়াতে গ্রাম জুড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছিল। কার্যত পুরো মিঠানি গ্রাম পুলিশ বাহিনীর দখলে চলে গিয়েছিল।