eaibanglai
Homeএই বাংলায়বিধায়কের হাত থেকে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল নতুন কম্পিউটার

বিধায়কের হাত থেকে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল নতুন কম্পিউটার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিকে উন্নত মানের প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। সম্প্রতি বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির হয়েছে। বিগত কয়েক বছর ধরে স্থানীয় এলাকার বিধায়ক, সাংসদ, সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তাদের উদ্যোগে একাধিক নতুন প্রকল্প এই সব প্রাথমিক শিক্ষা কেন্দ্রে প্রদান করেছেন। তারই অঙ্গ হিসেবে আজ দুর্গাপুর শিল্পাঞ্চলের পাণ্ডবেশ্বর এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভায় অবস্থিত ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কর্তৃপক্ষের হাতে নতুন কম্পিউটার তুলে দিলেন। ১৮ টি স্কুলের শিক্ষক সহ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের নিজের নিজের স্কুলের জন্য নতুন কম্পিউটার গ্রহণ করেছেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে আজ বাংকলা কয়লা খনি অঞ্চলের একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠান মঞ্চে এই পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই পরিষেবার প্রধান অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বলেন, “বিভিন্ন সরকারি স্কুলে ডিজিটালাইজ করার লক্ষ্যে, এবং বিভিন্ন বেসরকারি স্কুলের সাথে সামঞ্জস্য বজায় রাখতে এই কম্পিউটার প্রদান করা হলো । শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার ব্যবহারের ফলে , যেকোনো বিষয়ে নিবিড় গবেষণা করা শিক্ষার্থীদের জন্য সহজ হয়ে ওঠে এবং একই সাথে কম্পিউটারে তাদের ফলাফল সংরক্ষণ এবং সংগঠিত করাও সহজ হয়ে যায় । পাণ্ডবেশ্বর বিধানসভার সকল স্কুলে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিতে চাই। এবং ধীরে ধীরে সকল স্কুলের আমি এই পরিষেবা গড়ে তুলবো এটাই আমার অঙ্গীকার।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments