এই বাংলায় ওয়েব ডেস্কঃ– বর্তমান সময়ে শিশুদের মোবাইল আসক্তি নতুন কোনও ঘটনা নয়। ঘর বার সামলাতে গিয়ে খুদের হাতে মাবাইল তুলে দেন অনেক মাই, বিশেষত কর্মরত মায়েরা। আর খুদেও কার্টুন দেখা সহ বিভিন্ন মোবাইল গেমে আসক্তি হয়ে পড়ে। এমনই এক খুদে মোবাইলে গেম খেলতে গিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছে। মোবাইলে গেম খেলতে খেলতে অনলাইনে সে কয়েক হাজার ডলারের শপিং করে বসে। ঘটনাটি আমেরিকার ম্যাসাচুসেটস-এর।
জেসিকা নুন তাঁর পাঁচ বছরের মেয়ে লিলা ভারিসকোকে তাঁর মোবাইলটি দিয়েছিল গেম খেলতে। সেই ফাঁকে সংসারের কিছু কাজ সারতে তিনি বাইরে বেরিয়েছিলেন। মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছে ভেবে নিশ্চিন্তে কাজ সেরে বাড়ি ফিরে চক্ষু চরকগাছ জেসিকার। তিনি দেখেন মেয়ে ৩ হাজার ডলারেরও বেশি টাকার অনলাইন শপিং করে ফেলেছে। অ্যামাজন থেকে ১০টি খেলনা মোটোরসাইকেল, একটি খেলনর বড় জিপ আর ১০ জোড়া কাউবয় বুট কিনে ফেলেছে একরত্তি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২.৪৭ লক্ষ টাকা।
জেসিকা জানান, তাঁর অ্যামাজন অ্যাপ-এ ঢুকে, পছন্দমত খেলনা বাছাই করে ‘বাই নাউ’ অপশন ক্লিক করে মেয়ে। বিকেলে ফোন ঘাঁটতে গিয়ে তিনি দেখতে পান তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। এরপরই তো তাঁর চোখ কপালে ওঠে। কেন এত টাকা কেটে নেওয়া হল? কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেন, তাঁর অ্যামাজন অ্যাকাউন্ট থেকে ওই টাকা কেটে নেওয়া হয়েছে। এরপর, অর্ডারের সময় দেখেই ধরতে পারেন বিপত্তি ঘটিয়েছে মেয়ে। তিনি তড়িঘড়ি ওই অনলাইন বিপণন সংস্থায় যোগাযোগ করে অর্ডার বাতিলের চেষ্টা করেন। ১০টি বুট ও ৫টি মোটরসাইকেলের অর্ডার ক্যানসে করা সম্ভব হয়, কিন্তু বাকি অর্ডার ততক্ষণে ‘শিপড’ হয়ে গিয়েছে।