সংবাদদাতা,বাঁকুড়াঃ- অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা সবসময়ই চান একটু অফ ট্র্যাক জায়গাগুলিতে পৌঁছতে। পাহাড় জঙ্গলের সরু কোন রাস্তা ধরে নতুন জায়গায় পৌঁছে যেতে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে অনেকই ভালোবাসেন। কিন্তু এক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়ায় যাতায়াত ব্যবস্থা। বেশীরভাগ ক্ষেত্রেই এই সব জায়গায় গাড়ি ঢুকতে পারে না। আবার পায়ে হেঁটে খুব বেশী এলাকা ঘোরা সম্ভব নয়। এবার থেকে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে গেলে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের এই ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ এবার থেকে মুকুটমণিপুরের পর্যটকদের জন্য ভাড়ার সাইকেলের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একদম ইকো ফ্রেন্ডলি ভাবে যাতায়াত করার সুযোগ পাবেন পর্যটকরা, তাও আবার মুকুটমণিপুরের মতো মনোরম পরিবেশে।
খাতড়ার মহকুমা প্রশাসনের তরফে এবং মুকুটমণিপুর উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে এই ইকো সাইকেল পরিষেবা। ঘণ্টা প্রতি মাত্র ৫০ টাকার বিনিময়ে এই সাইকেল পাওয়া যাবে। অনলাইনেও বুক করা যাবে এই ইকো সাইকেল। সবথেকে মজার বিষয় হল রয়েছে দুই সিটওয়ালা ডাবল প্যাডেল সাইকেলও। অর্থাৎ দুইজন মিলে চালাতে পারবেন একটি সাইকেল। মুকুটমণিপুরের মূল সৌন্দর্য তার কংসাবতী বাঁধ বা জলাধার এবং সেই সংলগ্ন এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশ। কিন্তু এই বন জঙ্গল ঘেরা প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে বহু জায়গা। এবার এই ইকো সাইকেলের মাধ্যমে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা সেই সব লুকনো জায়গাগুলোতে অনায়াসে পৌঁছে যেতে পারবেন। চেটেপুটে নিতে পারবেন লোক চক্ষুর আড়ালে লুকিয়ে থাকা মনোমুগ্ধকারী পরিবেশের স্বাদ।
এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া মুকুটমণিপুরের পরিবেশ স্বচ্ছ রাখতেও এই ইকো সাইকেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন দপ্তর।