eaibanglai
Homeএই বাংলায়শুরু হল তিন দিনের মুকুটমণিপুর মেলা

শুরু হল তিন দিনের মুকুটমণিপুর মেলা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল তিন দিনের মুকুটমণিপুর মেলা। মুকুটমণিপুর পুলিশ ফাঁড়ি মাঠে বসেছে মেলার আসর। আদিবাসী সংস্কৃতি ও লোকসংস্কৃতিকে তুলে ধরতেই প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়।

মেলায় এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা খাবারের স্টল এবং জেলার বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর স্টল রয়েছে । এছাড়া আদিবাসী শিল্পীদের দলগত ও একক নৃত্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে ‘নৌকা বাইচ ও নৌকা সজ্জা প্রতিযোগিতা’।

এদিন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জেলা ছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মুকুটমণিপুরে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। পর্যটন মরশুমে এই মেলার আয়োজন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ বলে মনে করছেন অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments