eaibanglai
Homeএই বাংলায়মুকুটমণিপুর মেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা

মুকুটমণিপুর মেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- জল জঙ্গল, পাহাড়ে ঘেরা বাঁকুড়ার মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র। খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার থেকে বাঁকুড়ার রানি এই মুকুটমণিপুরে শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা । ১৭-১৯ জানুয়ারি দুদিন ধরে চলবে এই মেলা। আর এবারের এই পর্যটন মেলার মূল আকর্ষণ বাইচ নৌকা প্রতিযোগিতা।

শনিবার সকাল সকাল মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে শুরু হয় বাইচ প্রতিযোগিতা। মোট ৫০ টি নৌকা ও ১০০ জন মাঝি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ২৫ টি করে নৌকাকে নিয়ে দুই রাউন্ডে প্রতিযোগিতা হয়। পুরো প্রতিযোগিতা জুড়ে ছিল টান টান উত্তেজনা।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি,খাতড়ার এসডিও শুভম মৌর্য,খাতড়ার এসডিপিও অভিষেক যাদব প্রমুখ। মহকুমা প্রশাসন জানায়, জেলায় এই প্রথম এধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

তবে শুধু নৌকা বাইচ প্রতিযোগিতা নয়,মুকুটমণিপুর মেলা উপলক্ষে দু’দিন ধরে চলবে আদিবাসী নৃত্য, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসঙ্গত শীতের মিষ্টি রোদ গায়ে মেখে, বনভোজন করতে বা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটকেরা বারবার ছুটে আসেন কংসাবতী জলাধারকে কেন্দ্র করে গড়ে ওঠা মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে। এবার পর্যটকদের জন্য উপরি পাওনা এই মুকুটমনিপুর মেলা। যেখানে প্রকৃতির পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন পর্যটকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments