eaibanglai
Homeএই বাংলায়আবির মেখে, নৃত্যে পা মিলিয়ে বসন্ত উৎসব পালন মন্ত্রীর

আবির মেখে, নৃত্যে পা মিলিয়ে বসন্ত উৎসব পালন মন্ত্রীর

সংবাদদাতা,বাঁকুড়াঃ– মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও খাতড়া মহকুমা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত বসন্ত উৎসব “মুকুটমণিপুর পলাশ উৎসব”-এ যেন এক টুকরো শান্তিনিকেতন যেন উঠে এল। মুকুটমণিপুর মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে নাচে-গানে মাতেন এলাকার শিল্পীরা।

এই অনুষ্ঠানে একেবারে ভিন্ন ভূমিকায় দেখা গেল রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মন্ডিকে। আবির মেখে নৃত্য গীত ও আনন্দে মেতে উঠতে দেখা গেল মন্ত্রীকে। এদিন মন্ত্রী জ্যোৎস্না বলেন, সবারই একটা ব্যক্তিগত জীবন আছে, তাই আজ সব ভুলে তিনি সাধারণ মানুষের সাথে বসন্তের আবিরের রঙিন হয়ে উৎসবে সামিল হলেন।

এদিনের উৎসবে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। অন্যদিকে পর্যটকদের কাছে বাড়তি পাওনা ছিল এদিনের এই পলাশ উৎসব। যেখানে একে অপরকে রাঙিয়ে তোলেন উপস্থিত সকলেই। মন্ত্রী ছাড়াও এদিনের পলাশ উৎসবে উপস্থিত ছিলেন খাতড়ার এসডিও ডাঃ শুভম মৌর্য্য সহ অন্যান প্রশাসনের কর্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments