সংবাদদাতা,বাঁকুড়াঃ- আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার।হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। শ্রাবণকে বলা হয় দেবাদিদেব শিবের মাস। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার, শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। দেশের ভিন্ন প্রান্তে মন্দিরে ভোলেবাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। শিব মন্দির ছাড়াও, বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের। এবছর শ্রাবণ মাস শুরু হবে ১৮ জুলাই থেকে এবং শেষ হবে ১৭ অগাস্ট।
শ্রাবণের দ্বিতীয় সপ্তাহে মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল নিয়ে পায়ে হেঁটে নিজ নিজ গ্রামের শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভক্তরা। খাতড়া, রানিবাঁধ, রাইপুর ব্লকের বিভিন্ন গ্রামের ভক্তরা রবিবার রাত থেকে ভিড় জমিয়েছিলেন মুকুটমণিপুরে। জল নিয়ে ভোরের আলো ফোটার আগেই হাঁটা শুরু করেছেন ভক্তরা।





