নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মধ্যপ্রদেশের নর্দান কোলফিল্ডস লিমিটেড এর অন্তর্গত ঝিঙ্গুর্দা এরিয়া অফিসার্স ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মন মাতানো বিভিন্ন স্বাদের সঙ্গীত পরিবেশন করলেন দুর্গাপুরের প্রতিভাসম্পন্ন দুই কণ্ঠশিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায় ও জয় ভট্টাচার্য্য,১০ই জানুয়ারি সন্ধ্যায়। তাঁদের অসাধারণ পরিবেশন উপস্থিত শ্রোতা ও দর্শকদের অনাবিল আনন্দ দেয়। যন্ত্রসংগীত সহযোগিতায় যথাযথ ভূমিকা পালন করেন টিউন মিউজিক্যাল গ্রুপ। এছাড়াও ছিল ছান্দিক নৃত্যগোষ্ঠীর আকর্ষণীয় নৃত্যানুষ্ঠান।