নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্ঘন্ট প্রকাশের পরের দিনেই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। এরকম অবস্থায় পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৩টি আসনে বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হল। এক নজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকা। ১) আলিপুরদুয়ার – মনোজ টিগগা, ২) জলপাইগুড়ি – ডঃ রণজিৎ কুমার বিশ্বাস
৩) দার্জিলিং – দেবজিৎ সরকার, ৪) রায়গঞ্জ – আব্দুল করিম চৌধুরী, ৫) মালদা উত্তর – জয়প্রকাশ মজুমদার, ৬) জঙ্গীপুর – বিশ্বপ্রিয় রায়চৌধুরী
৭) বহরমপুর – হুমায়ুন কবীর, ৮) মূর্শিদাবাদ – দেবশ্রী চৌধুরী, ৯) কৃষ্ণনগর – সত্যব্রত মুখার্জী, ১০) রানাঘাট – কে ডি বিশ্বাস, ১১) বনগাঁ – শঙ্কর ঠাকুর, ১২) দমদম – শমীক ভট্টাচার্য্য, ১৩) বারাসাত – সায়ন্তন বসু, ১৪) বসিরহাট – কাসেম আলি, ১৫) মথুরাপুর – দিলীপ জ্যেঠুয়া, ১৬) যাদবপুর – অমিতাভ রায়, ১৭) কলকাতা উত্তর – রাহুল সিনহা, ১৮) কোলকাতা দক্ষিণ – চন্দ্র কুমার বসু, ১৯) উলুবেড়িয়া – অনুপম মল্লিক, ২০) হাওড়া – জয় বন্দোপাধ্যায়, ২১) হুগলী – রাজকুমারী কেশরী, ২২) আরামবাগ – ষষ্ঠী দুলে, ২৩) তমলুঘ – অম্বুজ মোহান্তি, ২৪) কাঁথি – প্রতাপ বন্দোপাধ্যায়, ২৫) ঘাটাল – আনিসুর রহমান, ২৬) ঝাড়গ্রাম – বিকাশ মুদি, ২৭) মেদিনীপুর – দিলীপ ঘোষ, ২৮)পুরুলিয়া – নরহরি মাহাতো, ২৯) বর্ধমান পূর্ব – নিউটন মজুমদার
৩০) বর্ধমান-দুর্গাপুর – ডঃ সুভাষ সরকার, ৩১) আসানসোল – বাবুল সুপ্রিয়, ৩২) বীরভূম – লকেট চট্টোপাধ্যায়, ৩৩) ব্যারাকপুর – অর্জুন সিং।