সংবাদদাতা,নদিয়াঃ– নদিয়ায় আবারো পুলিশের জালে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের নাম জাফর মিয়া, কাজী আকাশ ও কাজী মনিরুল হক। বৃহস্পতিবার ধৃতদের নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করে গাংনাপুর থানার পুলিশ।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নদিয়ার গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়, এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে ওই তিন ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। এরপর তিনজনকেই গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশোরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অনুপ্রবেশকারীদের মতদকারী ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
সম্প্রীতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অশান্তির আবহে অনেকেই নদিয়া জেলার সীমান্ত এলাকায় পালিয়ে আসছে। কেউ রুটিরুজির তাগিদে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এই সুযোগে মানবপাচারকারী ভারতীয় চক্র সক্রিয় হয়ে উঠেছে। যদিও পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় লাগাতার অভিযান চলবে।





