eaibanglai
Homeএই বাংলায়ছুটির দুপুরে ভাত খেতে বসে মর্মান্তিক পরিণতি কিশোরের

ছুটির দুপুরে ভাত খেতে বসে মর্মান্তিক পরিণতি কিশোরের

সংবাদদাতা, নদিয়াঃ– ছুটির দিনে সাধারণত সব বাড়িতেই একটু ভালো খাওয়াদাওয়ার ব্যবস্থা হয়। কিন্তু ছুটির দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করতে বসাই কাল হল নদিয়ার কিশোরের। রবিবার থাকায় বাড়িতে তৈরি হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু সেই চিংড়ি মাছ খাওয়ার পরই তীব্র শ্বাস কষ্টে মৃত্যু হল কিশোরের। মৃত কিশোরের নাম সুজয় বিশ্বাস (১৬)। ঘটনাটিটে ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার গাজনা উত্তরপাড়া গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে রবিবার দুপুর প্রায় তিনটে নাগাদ পরিবারের সকলের সঙ্গে খেতে বসেছিল সুজয়। কিন্তু চিংড়ি মাছ খাওয়ার পরই শরীরে অস্বস্তি ও শ্বাসকষ্ট শুরু হয় কিশোরের। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।

পরিবারের দাবি, ওই কিশোরের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। চিংড়ি মাছ খাওয়ায় তা বেড়ে যায়। যদিও কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য, যেহেতু কিশোরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় তাই ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ও মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments