eaibanglai
Homeএই বাংলায়নিজের জন্মদিনে দুস্থদের পাশে নবদ্বীপের তরুণী

নিজের জন্মদিনে দুস্থদের পাশে নবদ্বীপের তরুণী

সৌভিক সিকদার, নবদ্বীপ, নদীয়া -: বছর বাইশের নবদ্বীপের সুজাতার দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজের জন্মদিন ওদের অর্থাৎ দুস্থদের সঙ্গেই কাটাবেন। সম্পূর্ণ নিজের উপার্জিত অর্থে ওদের জন্য খাবারের আয়োজন করবে। ওরা সব স্থানীয় জাহান্নগর মিত্র ভাটার অসহায় শিশু। ওদের অভিভাবকরা ওই ভাটায় কাজ করে নিজের সন্তানদের মুখে বহু কষ্টে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেন। ইচ্ছে থাকলেও ওদের ভাল খাবার জোটেনা।

যাইহোক, নিজের স্বপ্ন পূরণ করার জন্য সুজাতা সম্প্রতি হাতে তৈরি গহনা সহ অন্যান্য জুয়েলারির ছোটখাটো ব্যবসা শুরু করে। তারই লভ্যাংশের একটা অংশ খরচ করে ওদের জন্য। সম্প্রতি নিজের জন্মদিনে প্রায় শতাধিক অসহায় শিশুর মুখে তুলে দেয় খাবার। খাবার বিতরণের জন্য পাশে পেয়ে যায় ‘এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশন’ এর রিমি, ঝুম্পা, টগর, প্রিয়াঙ্কা, মৌমিতা, বিজয়, শুভ প্রমুখদের। সুজাতার এই উদ্যোগে প্রত্যেকেই খুব খুশি।

সুজাতার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে রিমি দেবী বললেন, একজন তরুণী নিজের আয়ের একটা অংশ অসহায়দের জন্য ব্যয় করছেন তার থেকে খুশির আর কী হতে পারে! ওর বয়সী কেউ কেউ হয়তো এই অর্থ নিজের শখ পূরণ করতে ব্যয় করত। তিনি এইভাবে অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রচারের আলোয় আসতে না চাওয়া সুজাতা লাজুক কণ্ঠে বললেন, ওদের কাছ থেকে যে পবিত্র হাসি উপহার পেলাম তার কোনো তুলনা হয়না। আমি খুব খুশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments