eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব যক্ষ্মা দিবসে আলোচনা ও সম্বর্ধনা সভা

বিশ্ব যক্ষ্মা দিবসে আলোচনা ও সম্বর্ধনা সভা

সংবাদদাতা,নদিয়াঃ- বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে সোমবার নদিয়ার কৃষ্ণনগরে ২৬ টি টিবি ইউনিট এর আধিকারিক ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানটি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস, জেলা যক্ষ্মা আধিকারিক,সহ উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকগন, কল্যাণী এইমস্ হাসপাতালের বিভাগীয় প্রধান সহ তিনশতাধিক কর্মী সহ ব্লকের স্বাস্থ্য আধিকারিক ও কর্মচারীবৃন্দ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত যক্ষ্মা নিয়ে যারা তৃণমূল স্তরে কাজ করেন তাঁদেরকে সম্বর্ধনা জানিয়ে আগামীতে আরো ভালোভাবে কাজ করার জন্য উৎসাহিত করা হয়। এছাড়া যারা এই যক্ষ্মা বিভাগের প্রাক্তন কর্মচারী তাঁদেরকেও এদিন সম্বর্ধিত করা হয়। প্রতি ব্লক থেকে যক্ষ্মা সংক্রান্ত বিষয়ে কাজের নিরিখে শ্রেষ্ঠ সুস্বাস্থ্য ও উপস্বাস্থ্য কেন্দ্র এবং অনন্যা আশা সম্মান ও ২৬ টি টিবি ইউনিটকে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।
পাশাপাশি যক্ষ্মা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments