eaibanglai
Homeএই বাংলায়নাগচন্দ্রেশ্বর মহাদেবের দর্শনেই কালসর্প দোষ খন্ডন

নাগচন্দ্রেশ্বর মহাদেবের দর্শনেই কালসর্প দোষ খন্ডন

সঙ্গীতা চ্যাটার্জীঃ- উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের শিখরে রয়েছে এক মন্দির আর এই মন্দিরেই রয়েছেন নাগচন্দ্রেশ্বর মহাদেব। আশ্চর্যের বিষয় হলো এই মন্দির সারা বছর বন্ধ থাকে, বছরে একদিন মাত্র এই মন্দির খোলা হয়। নাগ পঞ্চমী তিথিতেই এই মন্দিরের দরজা খোলা হয় এবং এই দিন অগণিত ভক্তরা আসেন নাগ চন্দ্রেশ্বর মহাদেব কে দর্শন করার জন্য।

কথিত আছে যে, নাগ চন্দ্রেশ্বর মহাদেবের দর্শনে কালসর্প দোষের নাশ হয়। চলুন আজকে নাগচন্দ্রেশ্বর মহাদেবের নাগপঞ্চমীর দর্শন করে নিই আর মনে মনে বলি, হে শিব শম্ভু, বিষের মতো আমাদের মনের গরল পান করে আমাদের ভক্ত হ‌ওয়ার সামর্থ্য দাও। আমরা যেন ভক্ত হতে পারি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments