eaibanglai
Homeদক্ষিণ বাংলানারদ উৎসবে মত্ত কাঞ্চনপুরের যুবক সম্প্রদায়

নারদ উৎসবে মত্ত কাঞ্চনপুরের যুবক সম্প্রদায়

নিজস্ব প্রতিনিধি, বাঙ্কুরাঃ সবার মুখে একটাই কথা- “নারায়ণ /নারায়ণ”। অবাক হওয়ার মতোই কথা. পুরো গ্রাম তিন দিন ধরে নারদ উৎসবে মেতে উঠেছেন। তাই সবার মুখে মুখে এই নারায়ণ বন্দনা. বাঁকুড়া জেলার কাঞ্চনপুরে এমন ই দৃশ্য চোখে পড়ছে ঘরে ঘরে. কারণ টা জানতে চাইলে গ্রামবাসীরা জানান বর্তমানে সব থেকে মুশকিল চাকরী মেলা!এই মুশকিল থেকে রেহাই পেতেই নারদ পূজোয় ব্রতী হন গ্রামের বেকার যুবকরা । এই রীতি চলছে আজ থেকে প্রায় ৯ বছর ধরে. জানা গেছে, সেই সময় নারদ- আরাধনার পরই চাকরি মেলে এলাকার বেকার যুবকদের।এর পর থেকেই প্রতি বছর গ্রামের বেকার যুবকরা চাকরীর কামনায় নারদ উৎসবের আয়োজন করে আসছেন।এবছর এই উৎসব ১০ বছরে পড়ল।উৎসব উপলক্ষে মেলাও বসে কাঞ্চনপুর গ্রাম এ।কাঞ্চনপুর গ্রামের প্রত্যেকেই জানান আগামী বছর গুলোতেও তারা এভাবেই বিশ্বাসের সঙ্গে এই নারদ পূজা চালিয়ে যাবেন. বর্তমানে নারদ পুজো গ্রামবাসী কাছে এক বড়ো উৎসব হয়ে দাঁড়িয়েছে. আট থেকে আশি সকলেই এই উৎসবে মেতে ওঠেন.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments