সঙ্গীতা চ্যাটার্জী (তারকেশ্বর): ৯ই এপ্রিল থেকে নবরাত্রি শুরু, চলবে ১৭ ই এপ্রিল পর্যন্ত। নবরাত্রিতে মায়ের নয় রূপের বর্ণনা অন্য কোনো দিন বলবো, আজ বলবো নবরাত্রিতে মায়ের ভোগে ঠিক কোন জিনিস অর্পণ করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই বিষয়ে আমি কথা বলছিলাম জ্যোতিষ শাস্ত্রে অভিজ্ঞ পঙ্কজ শাস্ত্রী মহাশয়ের সাথে, তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, ভক্তি যুক্ত মনে মাকে নিজের মনোবাঞ্ছা জানালে মা সেই কথা অবশ্যই শুনবেন, তবে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয় এর সাথে আপনি কোন দিন মাকে কোন জিনিস অর্পণ করছেন সেই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করে তারপর নির্ধারণ করা উচিত। তাই আজকে আমি আপনাদের বলবো নবরাত্রির নয় দিন ঠিক কী কী জিনিস মাকে অর্পণ করবেন। সকলেই ভক্তিযুক্ত মনে এইভাবে নয়দিন মায়ের পূজাঅর্চনা করলে মা তার সন্তানের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করবেন।
নবরাত্রির ৯ দিন মাকে ভোগে অর্পণ করুন যথাক্রমে নিম্নলিখিত দ্রব্যগুলি –
১। ৯ এপ্রিল:- লাল বস্ত্র পরিধান করে গাওয়া ঘি অর্পণ করুন মাকে।
২। ১০ এপ্রিল :- গাঢ় নীল বস্ত্র পরিধান করে চিনি অর্পণ করুন।
৩। ১১ এপ্রিল:- হলুদ রংয়ের বস্ত্র পরিধান করে দুধ ও চিনি অর্পণ করুন।
৪। ১২ এপ্রিল:- সবুজ রঙের বস্ত্র পরিধান করে মালপোয়া অর্পণ করুন।
৫। ১৩ এপ্রিল:- ধূসর রঙের বস্ত্র পরিধান করে কলা অর্পণ করুন।
৬। ১৪ এপ্রিল:- কমলা রঙের বস্ত্র পরিধান করে মধু অর্পণ করুন।
৭। ১৫ এপ্রিল:- সাদা রংয়ের বস্ত্র পরিধান করে আখের গুড় অর্পণ করুন।
৮। ১৬ এপ্রিল:- গোলাপি রঙের বস্ত্র পরিধান করে আটার লুচি ও ছোলা অর্পণ করুন।
৯। ১৭ এপ্রিল:- আকাশি নীল বস্ত্র পরিধান করে পায়েস অর্পণ করুন মাকে।