eaibanglai
Homeএই বাংলায়অভাবী ভাই-বোনের পাশে ইচ্ছেপূরণ

অভাবী ভাই-বোনের পাশে ইচ্ছেপূরণ

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:- জলে কুমির ও ডাঙায় বাঘ নিয়ে যারা প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে বেঁচে থাকেন, তাদের পক্ষে পড়াশোনা করা ও অন্যান্য সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদ ও লড়াই আর সবার থেকে একটু বেশি হয়। পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছা ও নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের এলাকাকে প্রতিষ্ঠিত করার চিন্তাধারা তাদের সকল বাধাকে পেরিয়ে এগিয়ে চলার শক্তি দেয়। এই সমস্ত খুদেদের পাশে থাকতে চেয়ে তাদের পাশে দাঁড়ায় ইচ্ছেপূরণ সংস্থা। রথের দিন যখন সবাই জয় জগন্নাথ বলে দড়ি টানছিলো তখন এই সংস্থা সমাজের অভাবী বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে জগন্নাথের কৃপায় নিজেদের সাহায্য তাদের কাছে পৌঁছে দিয়ে সমাজের দড়িটাকে সচল রাখার চেষ্টা করেছে।

হ্যাঁ গত ৬ ও ৭ তারিখে দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা অঞ্চলের দক্ষিণ মহেন্দ্রপুর শিবপ্রসাদ ভাগবতচন্দ্র হাইস্কুল-এর এবং জি-প্লট এলাকার সীতারামপুরের মোট ৪১ জন ভাই-বোনের হাতে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সামগ্রী স্বরূপ বই, খাতা, পেন , স্কুল ব্যাগ, সায়েন্টিফিক ক্যালকুলেটর ও ইমার্জেন্সী লাইট তুলে দিয়েছে ইচ্ছে পূরণ সংস্থা।

এই প্রসঙ্গে সংস্থার একজন সদস্য জানিয়েছেন যে, “এই কাজটি সুষ্ঠ ভাবে সফল করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই ইচ্ছেপূরণ এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের। এছাড়াও অসংখ্য ধন্যবাদ জানাই দক্ষিণ মহেন্দ্রপুর শিবপ্রসাদ ভাগবতচন্দ্র হাইস্কুল-এর সকল শিক্ষক ও অশিক্ষক মহাশয়দের ও ‘রামধনু’ সংগঠনের সকল সদস্যকে। সবশেষে যাদের ধন্যবাদ না জানলেই নয় তা হলো উৎপল সামন্ত মহাশয় ও তার পরিবারকে। তারা না থাকলে এই কাজটি করা কোনোভাবেই সম্ভব ছিলো না।”

ইচ্ছে পূরণ সংগঠনের প্রধান কর্মকর্তা শুভেচ্ছা পোদ্দার এই প্রসঙ্গে জানিয়েছেন যে,“ইচ্ছেপূরণ খুব ছোট সংগঠন হলেও, আমরা সব সময় চেষ্টা করি আর্থিক অসচ্ছলতার জন্য যারা পিছিয়ে পড়েছে তাদের সামর্থ্য মতো সাহায্য করে, তাদেরই ইচ্ছেপূরণ করতে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments