eaibanglai
Homeএই বাংলায়জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের নববর্ষ উৎসব উদযাপন

জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের নববর্ষ উৎসব উদযাপন

সৌমীলি মন্ডল, বাঁকুড়া:- বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে নববর্ষ উৎসব উপলক্ষ্যে বছরের প্রথম দিন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হল বর্ষবরণ উৎসব ও বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা।

সংঘের সকল সদস্য-সদস্যা, অতিথি ও উপস্থিত দর্শকদের নতুন বছরে দেশ ও জাতির সর্বাঙ্গীন উন্নতির জন্য কাজ করার শপথের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে ‘মেঘমল্লার’- এর শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন অনিন্দিতা ঘটক। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয় সঞ্চারী, উদিতা, আগামী, নৃত্যাঞ্জলি, প্রমিথিউস ও ‘স্বরসতী নৃত্য কলা কেন্দ্র’-এর শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করে অন্যন্যা, সুকন্যা ও সপ্তপর্ণা। সংস্থার উদ্যোগে যোগ ব্যায়াম প্রর্দশনী হয়। সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠে নববর্ষের সন্ধ্যা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ সুরাল, সংঘের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ডা. অমিতাভ চট্টরাজ, কার্যকরী সভাপতি দীপক ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ডা. আদিনাথ ব্যানার্জী, প্রবীণ নাট্যব্যক্তিত্ব প্রণতি সেনগুপ্ত, প্রখ্যাত চিত্রকর বিশ্বরূপ দত্ত সহ এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, লেখক ও কবি শক্তি চট্টোপাধ্যায়।

সংঘের সম্পাদক রবিন মণ্ডল বলেন- বাঁকুড়া জেলা শহরে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার একটি উজ্জ্বল নাম হলো বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের শরীরচর্চার বিকাশ ঘটাতে ও শৃঙ্খলাবদ্ধভাবে বেড়ে উঠতে সংস্থাটি কাজ করে চলেছে। তিনি আরও বলেন – শুধু বইয়ের শিক্ষায় শিক্ষিত হলে হবে না সামাজিক শিক্ষাটা একান্তই প্রয়োজন। শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করতে হবে। তবেই আগামী দিনে ভারতবর্ষ উন্নতির শিখরে উঠবে। সংঘের পাক্ষিক পত্রিকা ‘মুক্ত বিহঙ্গ’-র সহকারি সম্পাদক সৌরভ বসুর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments