বিশেষ সংবাদদাতা, নিউ ব্যারাকপুরঃ– রাজ্যের মন্ত্রী সাংসদদের উপস্থিতিতে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে গত সোমবার উদ্বোধন হল নিউ ব্যারাকপুর পুষ্পমেলা পরিচালন সমিতি আয়োজিত ২৮ তম বর্ষের পুষ্পমেলা ও প্রদর্শনী। এদিন মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ ও কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ স্থানীয় বিশিষ্টজনেরা।
এদিন পুষ্পমেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য সুসজ্জিত বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রা কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে শুরু করে শেষ হয় পুষ্পমেলা প্রাঙ্গণে। এদিন নিউ ব্য়ারাকপুর শহরের রূপকার হরিপদ বিশ্বাসের আবক্ষ মূর্তি সহ স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গণ। পাশাপাশি শহীদ স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্পণ করা হয়। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, পুর পারিষদ সদস্য সুভাষ বন্দ্যোপাধ্যায়, স্থানীয় থানার আইসি সুমিত কুমার বৈদ্য, ঘোলা থানার এসিপি তনয় চ্যাটার্জি, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক প্রমুখ। এরপর মেলা প্রাঙ্গনে বিশেষ অতিথি ও বিশিষ্টজনের উপস্থিতিতে মেলার শুভ উদ্বোধন হন।
নিউ ব্যারাকপুরের এই পুষ্প মেলা পুরসভার অন্যতম বড় সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে অন্যতম। কারণ পুষ্প মেলা ও প্রদর্শনীর পাশাপাশি এই মেলায় অন্যতম আকর্ষণ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। যার জন্য বছর ভর মুখিয়ে থাকেন স্থানীয় মানুষজন। প্রতিবারের মতো এবারও মেলার পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের। মেলার সুদৃশ্য মঞ্চে মুম্বাই ও রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা প্রতিদিন সঙ্গীত পরিবেশ করছেন। আগামী ১০ জানুয়ারি সঙ্গীত পরিবেশ করবেন বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ।
মেলার একাধারে রংবেঙের ফুল, ফল, সবজি অন্যদিকে সাংস্কৃতিক তথা সঙ্গীতানুষ্ঠানের সুরের মুর্ছনা। দুইয়ের মেলবন্ধন সাড়া ফেলে দিয়েছে। এছাড়াও মেলা প্রাঙ্গনে রয়েছে নানা কারুশিল্প ও খাবারের স্টল। সব মিলিয়ে নিউ ব্যারাকপুরের পুষ্প মেলা ও প্রদর্শনী ঘিরে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।