eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সদ্যোজাতকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা

দুর্গাপুরে সদ্যোজাতকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাংসারিক অশান্তির জেরে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে তা বিশ্বাস করতে পারছেন না দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা গ্রামের রুইদাসপাড়ার বাসিন্দারা। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও অশান্তির জেরে রাগ সামলাতে না পেরে নিজের নয় মসের কোলের সন্তানকে মাটিতে আছাড় মেরে আত্মঘাতী হলেন এলাকার এক বাসিন্দা।

স্থানীয়সূত্রে জানা যায় শনিবার সকালে কালু রুইদাস নামে ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর তুমুল ঝগড়া শুরু হয়। তারইমধ্যে ওই ব্যক্তি হঠাৎ করে নিজের নয় মাসের পুত্র সন্তানকে তুলে মাটিতে আছড়ে মারেন। এরপর তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী ও আত্মীয়রা। কিন্তু শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অনত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা। এদিকে শিশুটিকে অনত্র নিয়ে যাওয়ার পথে কোকওভেন থানার পুলিশকে বিষয়টি জানানো হয় ও পুলিশের গাড়িতেই ফের ওই শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে শোক সামলাতে না পেরে বাড়ির কাছাকাছি রেল লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন কালু রুইদাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments