eaibanglai
Homeএই বাংলায়আসছে 'প্রজাপতয়ে নমঃ', ছবি নিয়ে কী বললেন অভিনেতা অরিজিৎ লাহিড়ী?

আসছে ‘প্রজাপতয়ে নমঃ’, ছবি নিয়ে কী বললেন অভিনেতা অরিজিৎ লাহিড়ী?

সঙ্গীতা চৌধুরীঃ- খুব শীঘ্রই ইউটিউবে একটি নতুন ছবি রিলিজ হতে চলেছে। ছবিটির নাম ‘প্রজাপতয়ে নমঃ’। এই ছবির গল্প দুটি ছেলে মেয়েকে নিয়ে, যারা স্টেশনেই বড় হয়েছে। তারা একসঙ্গে বড় হয় এখন মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে, একটু ইনকাম‌ও করছে। তারা স্বপ্ন দেখছে, তারা বিয়ে করবে। কিন্তু বিয়ের কার্ড ছাপাতে গিয়ে জানতে পারে যে অন্ততপক্ষে ৫০ জনকে নেমন্তন্ন করতে হবে। আর ওদের কোন আত্মীয়স্বজন নেই, যেহেতু দুজনেই অনাথ।

কিন্তু দোকানদার জানায় যে কমপক্ষে ৫০টা কার্ড না ছাপালে কার্ড ছাপানো যাবে না, কারণ খড়চায় পোষাবে না। এরপর অমল আর বিনি মিলে ঠিক করে যে স্টেশনের কাছে যত অনাথ বাচ্চা আছে, যারা খেতে পায় না, এই কার্ড তারা তাদের দেবে, যাতে অন্তত একদিন তারা অনুষ্ঠান বাড়িতে মাথা উঁচু করে খেতে পারে। ১০ই জানুয়ারী এই ছবিটি ইউটিউবে রিলিজ হবে।

অমল চরিত্রের অভিনেতা অরিজিৎ লাহিড়ী এই প্রসঙ্গে বলেন, “ আমার চরিত্রের নাম অমল আর আমার অপজিটে যে অভিনয় করেছে প্রীতি কুন্ডু তার চরিত্রের নাম হচ্ছে বিনি‌। এই দুটো চরিত্রই হচ্ছে একজন নির্ভেজাল নিষ্পাপ প্যাচহীন দুটো সরল মানুষ যারা ছোট থেকে বড় হয়েছে স্টেশনের আশেপাশে। দুজনেই অনাথ এবং তারা এখন পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছেছে, কাজ করছে এবং ওরা স্বপ্ন দেখছে বিয়ে করার।”

উল্লেখ্য এই ছবিটির পরিচালক শুভম তালুকদার, প্রযোজনা করেছে দিদা প্রোডাকশন ও পিনাকি পাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments