সংবাদদাতা, বীরভূম:- অনেকদিন আগেই বীরভূম জেলা কে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেছিল বীরভূম জেলা প্রশাসন কিন্তু এখনও মানুষ বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই শৌচকর্ম সারতে বাধ্য হন। গ্রামে অধিকাংশ বাড়িতে শৌচালয় নেই। সবথেকে বেশি অসুবিধা মধ্যে যারা পড়ছেন তারা হলেন গ্রামের মহিলারা । কিন্তু গ্রামবাসীরা আর বাইরে শৌচকর্ম সারতে রাজি নন। তাই শৌচালয় নির্মাণের দাবিতে পঞ্চায়েতে আবেদন করেন। কিন্তু নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রামে পঞ্চায়েত আবেদনে সারা না দেওয়ায় এদিন গ্রামের মহিলারা বিডিও অফিসে জমায়েত করেন। গ্রামের মহিলারা জানান বহুবার পঞ্চায়েতে গিয়ে আবেদন করা সত্ত্বেও পঞ্চায়েত তাদের কোন কথা শুনছেন না এই অভিযোগ নিয়ে তারা আজ বিডিও অফিসে জামায়াত করেন এবং বিডিও কে তাদের অভিযোগ পত্র জমা দেন। বিডিও হুমায়ূন চৌধুরী বলেন, “আগের যে তালিকা তৈরি হয়েছিল তাতে কিছু মানুষের নাম নেই। তবে নতুন করে পুনরায় তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নতুন করে শৌচালয় নির্মাণ করে দেওয়া হবে”।