eaibanglai
Homeএই বাংলায়লেগো হাসপাতালের বেহাল দশা রুগী থাকলেও ডাক্তার নেই সমস্যায় সাধারন মানুষ

লেগো হাসপাতালের বেহাল দশা রুগী থাকলেও ডাক্তার নেই সমস্যায় সাধারন মানুষ

সংবাদদাতা, বাঁকুড়াঃ- লেগো গোপীনাথপুর ও দেশরা তিনটি অঞ্চলের একটিমাত্র হাসপাতাল যেটি হল লেগো হাসপাতাল। সেই হাসপাতালের বেহাল চিত্রটা ধরা পড়লো আমাদের ক্যামেরায়। হাসপাতালে রুগী থাকলেও ডাক্তার নেই একজন ফার্মাসিস্ট তিনি হাসপাতালের যাবতীয় কাজ সামলাচ্ছেন। অনেক সময় দেখা গেছে প্রসূতি মায়েদের লেগো হাসপাতাল থেকে গোগড়া হাসপাতালে নিয়ে যেতে সময় লাগছে এক ঘন্টার মতো দূরত্ব ১২-১৪ কিলোমিটার হলেও রাস্তা খারাপের কারনে রাস্তাতেই প্রসব হয়ে যাচ্ছে। এমনকি সাপে কাটা রোগীদের রাস্তাতেই মারাও যাচ্ছে। আগে এই হাসপাতালেই ছিল ১৬ টি বেড চালু ছিল ইনডোর আউটডোর পরিষেবা এখন সবকিছুই বন্ধ। এখন শুধু মাত্র দশটা থেকে দুইটা পর্যন্ত আউটডোর চলে তাও আবার ফার্মাসিস্ট দিয়ে। সন্ধ্যার পর চলে অসামাজিক কাজকর্ম গ্রামের ছেলে মেয়েরা ওই রাস্তা দিয়ে যেতে ভয় পাই। প্রশাসনকে বারেবারে জানানো হলেও আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি। বিরোধীরা বলছেন সিন্ডিকেট আর কাটমানি ছাড়া কিছুই উন্নতি হয়নি। এলাকার মানুষদের দাবি হাসপাতালের উন্নতি হোক বা নাই হোক এই হাসপাতাল পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। আর যাতে এলাকার মানুষকে চিকিৎসার অভাবে মারা যেতে না হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments