সংবাদদাতা, বাঁকুড়াঃ- এই মুহূর্তে সারা দেশ জুড়ে সংবাদ শিরোনামে ‘করোনা ভাইরাস’। আর তা নিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানালেন বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন। সোমবার তিনি বলেন, দায়িত্বের সঙ্গে বলছি, এই মুহূর্তে বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের কোন খবর নেই। তবে সন্দেহের তালিকায় বেশ কয়েক জন রয়েছেন। যাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, ইংল্যাণ্ড থেকে আসা ছাতনার একজনকে আমরা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করেছি। নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এবিষয়ে রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছু বলা সম্ভব নয়। একই সঙ্গে আরো কয়েক জন সন্দেহের তালিকায় ব্যক্তিদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।