সংবাদদাতা, অন্ডালঃ- এলাকার সরস্বতী পুজো মণ্ডপগুলির মধ্যে এবার দর্শকদের বিশেষ প্রশংসা পাচ্ছে উখড়ার হনুমান ডাঙ্গা এলাকার ইউনাইটেড ক্লাবের পুজো। প্রতিমা থেকে মণ্ডপ সর্বত্রই রয়েছে প্লাস্টিক বর্জনের বার্তা। প্রতিমাটি যেমন তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে, তেমনই মণ্ডপ চত্বর সাজানোর কাজে ব্যবহার করা হয়েছে পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিক, প্লাস্টিকের বোতল। কোথাও রয়েছে প্লাস্টিক জমে দানবের আকারের মডেল। আবার মৃত ছাগলের পেট থেকে বের হচ্ছে দলা পাকানো প্লাস্টিক। পলিথিন , প্লাস্টিক মানব সভ্যতার ক্ষেত্রে বিরাট বিপদ। তাই প্লাস্টিক বর্জনের বার্তা দিতেই এই রূপ পরিত্যক্ত জিনিস দিয়ে প্রতিমা ও মণ্ডপ সজ্জার চিন্তা ভাবনা বলে জানান উদ্যোক্তারা।