সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : সরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি ব্যাক্তিগত ভাবেও তারা টিউশনি করছেন , এই অভিযোগ এনে বাঁকুড়ার জেলা শাসককে ডেপুটেশন দিল ” গৃহ শিক্ষক কল্যান সমিতির ” পক্ষ থেকে । এদিন তারা স্কুলডাঙ্গা থেকে একটি মিছিল করে মাচানতলা হয়ে জেলা শাসকের অফিসের সামনে উপস্থিত হন । এবং সেখানে তারা বিক্ষোভ দেখানোর পর পাঁচ জনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের হাতে তাদের দাবিপত্র তুলে দেন । বাঁকুড়া জেলা গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শঙ্কুরাজ বিশ্বাস বলেন , সরকারি নির্দেশকে অগ্রাহ্য করে সরকারি শিক্ষকরা মোটা টাকার বিনিময়ে আয়কর ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করে ছাত্র ছাত্রীদের ভূল বুঝিয়ে নিজেদের বাড়ি নিয়ে গিয়ে গৃহ শিক্ষকতা করছেন । এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি । সরকারি আইনকে যাতে স্বকৃতি দেওয়া হয় আমরা তার দাবি জানিচ্ছি । সরকারি শিক্ষকরা শ্রেণি কক্ষ ছাড়া আর কোথাও শিক্ষকতা করতে পারেন না ।